ইজরায়েলী যুদ্ধে গাজায় নিহত ২৩৬০ শিশু, জখম প্রায় সাড়ে ৫ হাজার শিশু: ইউনিসেফ

মীযান ডেস্ক: গাজা উপত্যকায় ইজরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘের অধীনস্ত শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আন্তর্জাতিক পর্যায়ে এই সর্বোচ্চ সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ডাইরেক্টর অ্যাডেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।

গত ৭ অক্টোবর শনিবার থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা শুরু করে ইজরায়েলী বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎ, খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক বা সাধারণ মানুষ।

অ্যাদেল বলেন, ‘গাজার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর বড় আঘাত। সেখানে শিশুদের মৃত্যু ও আহতের সংখ্যা বিস্ময়কর। তিনি বলেন, গাজায় যতক্ষণ না উত্তেজনা কমবে, ত্রাণ যতক্ষণ না নিয়মিত হচ্ছে, এই মৃত্যু হার বেড়েই চলবে।’

অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ শিশুর প্রাণহানি হচ্ছে গাজা উপত্যকায়। এখন পর্যন্ত আহত শিশুর সংখ্যা অন্তত ৫,৩৬৫। যারা বেঁচে যাচ্ছে, তাদের মানসিক চাপ তৈরি হচ্ছে। যুদ্ধের ভয়াবহ ক্ষত মনে নিয়ে বড় হতে হলে এদের একটা বড় অংশ ট্রমাটাইজড হয়ে যাবে। গাজার প্রত্যেক শিশুই এখন যুদ্ধের ভয়াবহতার প্রত্যক্ষ শিকার বলে জানিয়েছে সংস্থাটি।

Stay Connected

Advt.

%d bloggers like this: