ব্রিকস-এর নতুন সদস্য সৌদি-ইরানসহ ৬ দেশ, খর্ব হতে চলেছে পশ্চিমা বলয়ের প্রভাব?

মীযান ডেস্ক:  উন্নয়নশীল পাঁচ দেশের জোট ব্রিকস-এর নতুন সদস্য হচ্ছে আরও ৬ দেশ। তার মধ্যে ৫টি দেশই মুসলিম প্রধান। সুতরাং ব্রিকস এবার থেকে বিশ্বে নতুন প্রভাব বলয় তৈরিতে কিছুটা হলেও সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১ জানুয়ারি ২০২৪ থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে। দেশগুলো হলো ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন। বাংলাদেশও এই জোটে যুক্ত হতে আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত সদস্যপদ পায়নি।

ব্রিকসের বর্তমান সদস্য ৫টি দেশ। তারা হল রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। ৩দিন চলে শেষ হয় বৃহস্পতিবার। প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ব্রিকস সম্প্রসারণের প্রাথমিক প্রক্রিয়ায় আমরা একমত হয়েছি। নতুন করে ৬টি দেশকে পূর্ণাঙ্গ সদস্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

উল্লেখ্য, ব্রিকস জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরাও এবার জোহানেসবার্গ সম্মেলনে যোগ দিয়েছিলেন। অন্তত ৪০টি দেশ এবার ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে ২২টি দেশ এই জোটে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করে, যার মধ্যে বাংলাদেশও ছিল। তাই এবার ব্রিকস সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এই ৪ দেশকে নিয়ে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকস-এর প্রথম সম্মেলন হয় ২০০৯ সালে। পরের বছর দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তিতে জোটের নাম হয় ব্রিকস।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা আধিপত্য খর্ব করতে চীন ও রাশিয়ার নেতৃত্বে ভূরাজনৈতিক মেরুকরণ যখন ক্রমেই বাড়ছে, তখন ব্রিকস সম্প্রসারণের এই উদ্যোগে আরও ডজনখানেক দেশের জন্য এ জোটের দরজা খুলতে পারে।

Stay Connected

Advt.

%d bloggers like this: