৩০০ রকমের জাতীয় পুরস্কার বাতিল করে ‘রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার’ চালু করল কেন্দ্র সরকার

মীযান ডেস্ক: মোদির আমলে, পুরনো মানেই বাতিল। কিংবা নাম বদলে ভোল বদলে পুরনোকেই নতুন কায়দায়, নতুন মোড়কে ও নতুন নামে চালু করাটা নিয়মে পরিণত হয়েছে। যাকে বলে নতুন বোতলে পুরনো মদ। সদ্য পাস হওয়া মহিলা বিলও তাই হয়েছে । সবেতেই কেবল নামের মাহাত্ম এবং আত্মপ্রচার। এবার ঠিক সেভাবেই এক ধাক্কায় বিজ্ঞানের বিভিন্ন বিভাগে চালু থাকা ৩০০ রকমের পুরস্কার বাতিল করা হল এক কলমের খোঁচায়। তার জায়গায় আসছে “রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার”। এ যেন এক দেশ এক পুরস্কার এর আপাতত সর্বশেষ সংযোজন।

বৃহস্পতিবার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নয়া একগুচ্ছ পুরস্কারের কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল এই নয়া পুরস্কারই হবে বিজ্ঞানের তিনটি ক্ষেত্রে উৎকর্ষের সর্বোচ্চ স্বীকৃতি। একই সঙ্গে তামাদি হয়ে গেল বিজ্ঞানের বিভিন্ন বিভাগে চালু থাকা প্রায় ৩০০টি পুরস্কার।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের চারটি ক্যাটাগরি থাকছে বিমান বিজ্ঞান, বিজ্ঞানরত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর এবং বিজ্ঞান টিম। কেন্দ্র সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি এই পুরস্কারের জন্য বিজ্ঞানের ১৩টি বিভিন্ন ক্ষেত্রে সফল বিজ্ঞানীদের নির্বাচন করবে।

জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যারা ভারতীয় সমাজ ও সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছেন, কিন্তু বর্তমানে বিদেশে রয়েছেন, তারাও এই পুরষ্কারের জন্য বিবেচিত হবেন।

বিজ্ঞান রত্ন পুরস্কারের মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে আজীবন কৃতিত্ব এবং অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। বিজ্ঞান শ্রী পুরস্কারে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি পাবেন বিজ্ঞানীরা। শান্তি স্বরূপ ভাটনগর ১৯৫৮ সাল থেকে বৈজ্ঞানিক ও শিশু গবেষণা কাউন্সিল দ্বারা ৭টি বিভাগে দেওয়া হত। এখন থেকে তা ৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তি যে কোনও ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য ১৩টি বিভিন্ন বিভাগে লেখা হবে।

বিজ্ঞান টিম পুরস্কার দেওয়া হবে তিন বা ততোধিক বিজ্ঞানী, গবেষক কিংবা উদ্ভাবকদের সমন্বয়ে গঠিত একটি দলকে, যাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে দলগতভাবে কাজ করে বিশেষ ব্যতিক্রমী অবদান রেখেছেন।

পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, কম্পিউটার সায়েন্স, আর্থ সায়েন্স, কৃষি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, পরমাণু শক্তি, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হবে। প্রতি বছর ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া চলবে।

১১ মে জাতীয় প্রযুক্তি দিবসে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে এবং ২৩ আগস্টে জাতীয় মহাকাশ দিবসে তা তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে।

Stay Connected

Advt.

%d bloggers like this: