মীযান ডেস্ক: যেতে পারি, কিন্তু কেন যাব? এনডিএ-তে কে আছে? সবাই তো একে একে আলবিদা জানিয়ে কেটে পড়ছে। এভাবেই প্রধানমন্ত্রীর ভোট প্রচারের জবাব দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পুত্র। এনডিএ জোটে নাকি যোগ দিতে চেয়েছিল তেলেঙ্গানার ক্ষমতাসীন দল বিআরএস। কিন্তু তিনি নাকি জোটে নেননি – মঙ্গলবার ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ঘণ্টাখানেক পর সেই দাবি নস্যাৎ করে দিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও বললেন, আমাদেরকে পাগলা কুত্তায় কাটেনি যে, আমরা এনডিএ জোটে যেতে চাইব। মোদীর এই দাবিকে ভুয়ো, বেবুনিয়াদ, মনগড়া বলে আখ্যা দিয়ে ভারতীয় রাষ্ট্রীয় সমিতির কার্যকরী সভাপতি কেটিআর এদিন আরও বলেন, 'প্রধানমন্ত্রী একদিকে বলেছেন, বিআরএস কর্ণাটকে কংগ্রেসকে টাকা দিয়েছে এবং তারপরে তিনি বলেছেন, তিনিই নাকি আমাদের এনডিএ-তে নেননি। আমাদের কি পাগলা কুকুর কামড়েছে যে, আমরা মোদির এনডিএ-তে যোগ দেব? অনেক দল আপনার জোট ছেড়ে যাচ্ছে। শিবসেনা আপনাকে ছেড়েছে, জনতা দল (ইউনাইটেড) ছেড়েছে, তেলুগু দেশম পার্টি এবং শিরোমণি আকালি দল ছেড়েছে। আপনার সাথে আছেটা কে? সিবিআই, ইডি এবং আয়কর বিভাগ ছাড়া এনডিএ-তে আপনার কে আছে?' মাত্র কয়েক মাস আগেও বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় এনে জাতীয় স্তরে এক্যবদ্ধ হতে চেষ্টা করছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তবে রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে বিআরএস-এর বিরোধের জেরে ইন্ডিয়া জোটে স্থান হয়নি বিআরএস-এর। যদিও তার আগে মুম্বই, কলকাতায় গিয়ে উদ্ধব, মমতাদের সঙ্গে দেখা করেছিলেন কেসিআর। এদিকে ইন্ডিয়া জোটে না যাওয়ায় জল্পনা শুরু হয়েছিল, তাহলে হয়ত এনডিএ-তে যোগ দিতে পারে বিআরএস। এই নিয়ে অনেক জল্পনা হয়। একদিন মোদীর প্রশংসা শোনা যায় কেসিআর-এর গলায়। এই আবহে গতকাল প্রধানমন্ত্রী এক জনসভায় বলেন, 'আজ প্রথমবারের জন্য আমি একটি গোপন কথা প্রকাশ করছি... আমার সাংবাদিক বন্ধুদের এটা যাচাই করে দেখা উচিত। আমি ১০০ শতাংশ সত্যি কথা বলছি। বিআরএস আমাদের সঙ্গে জোটে আসতে চেয়েছিল।' মোদীর দাবি, 'যখন হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তখন বিজেপি ৪০-৪৫টি আসন জিতেছিল। কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেবার এবং অন্য দলের সমর্থনের প্রয়োজন ছিল কেসিআর-এর। আপনি নিশ্চয়ই দেখেছেন যে, হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের আগে, তিনি আমাকে স্বাগত জানাতে তাঁর পুরো দল নিয়ে বিমানবন্দরে আসতেন। তিনি আমাকে স্বাগত জানাতেন। মালা পরাতেন এবং আমাকে অনেক সম্মান করতেন। কিন্তু পরে কী হল? এত রাগ কেন?
