‘ইজরায়েলের জুলুমের কারণেই হামলা চালিয়েছে হামাস’ – এ কথা বলায় রাষ্ট্রসংঘের মহাসচিবের পদত্যাগ চাইল ইজরায়েল

মীযান ডেস্ক: অবিলম্বে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের পদত্যাগ দাবি করল ইজরায়েল। কারণ, মধ্যপ্রাচ্য সংঘর্ষ ইস্যুতে অধিবেশনের শুরুতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল গুটেরেস বলেছেন, ৫৬ বছর ধরে ফিলিস্তিনের ওপর নির্যাতনের কারণেই আক্রমণ চালাতে বাধ্য হয়েছে হামাস। তবে হামাসকে তিনিও জঙ্গি বলে অভিহিত করেন এবং হামাসের তরফে প্রথমে হামলা চালানোর নিন্দাও করেন। কিন্তু তবুও হামাসের হামলাকে বৈধতা দেওয়ায় বেজায় চটেছে ইজরায়েল। গুটেরেসের বিতর্কিত মন্তব্যের পরেই রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েলি কূটনীতিবিদ সাফ জানিয়ে দেন, অবিলম্বে মাননীয় গুটেরেস মহাশয়কে পদত্যাগ করতে হবে। কারণ, রাষ্ট্রসংঘের সর্বোচ্চ পদাধিকারী পদে থাকার যোগ্যতা নেই তাঁর।

গুটেরেসের মতে, হামাসের এই হামলা আচমকা হয়নি। দীর্ঘ ৫৬ বছর ধরে চরম বঞ্চনার শিকার ফিলিস্তিনি ও গাজাবাসীরা। সেই কারণেই এইভাবে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী হামাস। বিশেষজ্ঞ মহলের মতে, এভাবে নাম না করে ইজরায়েলকেই একহাত নিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।

গুটেরেসকে ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেনের প্রশ্ন, “আপনি কোন সমাজে বাস করেন? ২০০৫ সালে সমগ্র গাজা ভূখণ্ড তুলে দেওয়া হয়েছিল প্যালেস্তিনীয়দের হাতে। তার পরেই রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত টুইটে লেখেন, “মহিলা ও শিশুদের গণহত্যা নিয়ে মাননীয় গুটেরেসের যা মনোভাব, তাতে রাষ্ট্রসংঘের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই তাঁর। আমরা চাই তিনি অবিলম্বে এই পদ থেকে ইস্তফা দিন।”

উল্লেখ্য, হামাসের জঙ্গি হামলার নিন্দা করলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছে ভারত সরকার। একইসঙ্গে গাজা ভূখণ্ডে সাধারণ মানুষের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘে মুখ খুলেছে ভারত।

 

Stay Connected

Advt.

%d bloggers like this: