পবিত্র বায়তুল মুকাদ্দাস বন্ধ করে দিল ইজরায়েল

মীযান ডেস্ক:  ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ বলেছে, মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। সকাল দিকে কেবল বয়স্কদেরকে তারা ঢুকতে দিয়েছে। কিন্তু বেলার দিকে হঠাৎ করেই সব বয়সী ফিলিস্তিনিদের জন্য মসজিদুল আকসা প্রাঙ্গন বন্ধ করে দেয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-আকসা মসজিদ মুসলমান উম্মতের কাছে পবিত্র এক স্থান। কিন্তু আইন, নিয়ম সব ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।

আল-আকসা মসজিদ হচ্ছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। পবিত্র মক্কা ও মদীনা শরিফের পরেই ইসলামী ইতিহাসের ঐতিহ্যবাহী এই ইবাদাতগাহ। কাবা শরিফের আগে মসজিদুল আকসাই ছিল মুসলিম উম্মাহর কিবলা। পরে এক পর্যায়ে বিশেষ পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে বদলে যায় পবিত্র কিবলা। আবার এই বায়তুল মুক্কাদাস থেকেই মীরাজে রওনা দিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)।

এদিকে, ইজরাইলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যা ইতিহাসে বিরলতম ঘটনা। একদিনের মধ্যেই এত সংখ্যক মানুষের প্রাণহানি হয়নি গাজায়। ৭ অক্টোবর থেকে গত ১৮ দিনে ইসরাইলের পাশবিক হামলায় অন্তত ৫৮০০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার শিশু এবং ১৩০০-র মতো মহিলা।

Stay Connected

Advt.

%d bloggers like this: