মীযান ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধে ইজরায়েলের প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ লাখ ডলারের মতো খরচ হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় ২০৭৫ কোটি টাকার মতো।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বুধবার এক সাক্ষাৎকারে আরও জানান, এই যুদ্ধের কারণে ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয়। এটি সংশোধন করা হবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইজরায়েলের গভর্নর আমির ইয়ারনের প্রশংসা করেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, গভর্নর ইয়ারনের চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও যুদ্ধের কারণে তার মেয়াদ বাড়ানো হয়েছে।
হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে বিনিয়োগ ঝুঁকি তৈরি হয়েছে বলে জানায় এসঅ্যান্ডপি গ্লোবাল। অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে এ প্রভাব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী অপর সংস্থা ফিচ রেটিংস ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক ঋণমানের পূর্বাভাস দেয়।
এসঅ্যান্ডপি বলছে, আমরা ধরে নিচ্ছি এই যুদ্ধ তিন থেকে ছয় মাসের বেশি চলবে না। যুদ্ধবিরতি হলেই স্থিতিশীল অবস্থার দিকে যাবে ঋণমান। তবে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সমর্থন ও আর্থিক সাহায্য অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত করতে পারে।