মীযান ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি আবারও বিশ্ব নেতাদের গাজা উপত্যকায় ইজরায়েলি যুদ্ধ ও তার ভয়াবহ পরিণান সম্পর্কে সতর্ক করেছেন। সব দেশকে ইজরাইলের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুদ্ধবাজ দেশটিকে একঘরে করার দাবি জানিয়েছেন। এই উদ্দেশ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং জর্ডান-সহ ৫০ দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি পাঠিয়েছেন।
ওই চিঠিতে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেছেন, ‘ইজরায়েল সরকার স্বেচ্ছায় তাদের মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ ও সংগঠিত গণহত্যা বন্ধ করবে না। তাই আমাদের এই গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে একযোগে পদক্ষেপ করা উচিত। তিনি আরও বলেন, ইজরায়েলি নৃশংসতার অবসান ঘটাতে সব দেশের উচিত সদিচ্ছার নমুনা দেখানো এবং সর্বাত্মক উপায় অবলম্বন করা।’
ইরানের প্রেসিডেন্ট রাইসি ফিলিস্তিনিদের ব্যাপারে পশ্চিমাদের দুমুখো নীতিকে তুলোধনা করে বলেন, পশ্চিমা দেশগুলোও মূলত ইজরায়েলি অপরাধের সঙ্গে জড়িত। কারণ, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরো বলেন, “এটি প্রত্যাশিত যে স্বাধীনতাকামী এবং স্বাধীন দেশগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলো কূটনৈতিক মঞ্চে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে। যাতে ফিলিস্তিনে গণহত্যা এবং অসম যুদ্ধ বন্ধ হয়।”
ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলীয় অঞ্চল পুনর্গঠনের লক্ষ্যে একটি বড় অংকের তহবিল গঠন এবং সেখানে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক কনভয় পাঠানোরও প্রস্তাব দেন। ৭ অক্টোবর থেকে দেড় মাসের একতরফা ইজরায়েলি যুদ্ধে গাজায় সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।