দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ফের বিচার শুরু, বিপাকে ইজরায়েলের জোট সরকার

মীযান ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মাঝেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারকাজ আবার শুরু হল সোমবার। এদিন জেরুজালেমের এক আদালতে এই বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, ঘুষ লেনদেন ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি মামলা দায়ের হয়। তারপর থেকে দীর্ঘদিন ধরে এর বিচারকাজ চলছিল। তবে গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রকেট হামলার পর বিচারের কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন দেশটির আইন ও বিচারমন্ত্রী।

নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার বিরুদ্ধে খুব দামি মদ, সিগারেট, গহনা-সহ বিভিন্ন ধরনের উপহার নেওয়ার অভিযোগ ওঠে। রাজনৈতিক সুবিধার বিনিময়ে হলিউডের প্রখ্যাত প্রযোজক আরনন মিলচ্যান ও অস্ট্রেলিয়ার ধনকুবের জেমস প্যাকারের কাছে থেকে বহু মূল্যবান সব উপহার নিয়েছিলেন নেতা-দম্পতি।

ইজরায়েলের আইনে আদালতে এই দুর্নীতি মামলায় অভিযোগ প্রমাণ বা দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং জরিমানা দুই হতে পারে। আবার প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। তাঁর দাবি, মামলাগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাঁকে ক্ষমতা থেকে সরাতেই রাজনৈতিক বিরোধী দলগুলো ও মিডিয়ার একাংশ এসব পাঁয়তারা করছে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর সরকারি বাসভবন এবং পার্লামেন্টকে ঘিরে মাঝেমধ্যেই বিক্ষোভ হয়। যাতে অংশ নেন অসংখ্য মানুষ।

উল্লেখ্য, এসব পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেতে সম্প্রতি নেতানিয়াহু সরকার আইন করে সুপ্রিম কোর্ট এবং দেশের সমস্ত আদালতের ক্ষমতা খর্ব করেন ও বিচার বিভাগের ডানা ছাঁটেন। যা নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলছিল সে দেশের রাজনীতিতে। সেই সময়ই গাজা যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় জাতিয়তাবাদী সেজে জোট সরকার বাঁচানোর মোক্ষম সুযোগ পেয়ে যান নেতানিয়াহু। কিন্তু ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরু হওয়ায় জোট সরকারের স্থায়ীত্ব নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এমনিতেই দেশটিতে এক দেড় বছর অন্তর নির্বাচন হয়। কোনও দলই গরীষ্ঠতা না পাওয়ার কারণে জোড়াতালি দিয়ে একের পর এক সরকার গঠিত হয় এবং বিদায় হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: