তেলেঙ্গানায় কংগ্রেসী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি ছেড়ে আসা রেবন্ত রেড্ডি

মীযান ডেস্ক: তেলেঙ্গানায় আনুমুলা রেবন্ত রেড্ডির ওপরেই ভরসা রাখল কংগ্রেস। সদ্য সমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ের তিন রাজ্যে ভরাডুবির মধ্যে রেবন্তের নেতৃত্বেই দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় অভাবনীয় সাফল্য পেয়েছে কংগ্রেস। এবার তারই ‘পুরস্কার’ পেলেন রেবন্ত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বাছতে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে.সি বেণুগোপাল। সেখানেই রেবন্তের নামে হাইকমান্ডের সিলমোহর পড়ে। পরে তা সংবাদমাধ্যমকে জানান রাহুল। কাল ৭ ডিসেম্বর সকাল ১১টায় রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।

প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে পৌঁছনোর রাস্তাটা অবশ্য সহজ ছিল না ৫৪ বছরের রেবন্তের। স্কুল-কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সক্রিয় সদস্য ছিলেন। পরে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টিতে যোগ দেন। ২০০৯ ও ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন। ঘুষ কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর পর টিডিপি ছেড়ে ২০১৭ সালে কংগ্রেসে যোগদান করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন। ২০২১ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হলে দলের অন্দরেই ‘বিদ্রোহ’-এর মুখে পড়তে হয় রেবন্তীকে।

এবার মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে মেনে নেননি তেলেঙ্গানা কংগ্রেসের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। তাঁদের বক্তব্য, দুর্নীতিতে অভিযুক্ত রেবন্তকে মুখ্যমন্ত্রী করলে জনতার কাছে ভুল বার্তা যাবে। যদিও বিরোধিতা শেষপর্যন্ত ধোপে টেকেনি। রেবন্ত শিবিরের দাবি, রাজ্যে কংগ্রেসের ৬৪ জন বিধায়কের মধ্যে ৪২ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। এহেন জনপ্রিয় এক জননেতাকে অসন্তুষ্ট করার মতো ঝুঁকি হাইকমান্ড নিতে চায়নি। রেবন্তের ‘বিরোধী’ বর্ষীয়ান কংগ্রেস নেতা উত্তমকুমার রেড্ডি এবং ভাট্টি বিক্রমারকাকে অবশ্য একদম খালি হাতে ফিরতে হচ্ছে না। তাঁদের একজন উপ মুখ্যমন্ত্রী আর অন্যজনকে গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রক দেওয়া হচ্ছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: