মীযান ডেস্ক: পূর্ব বর্ধমান জেলার মাসিক তরবিয়তী ইজতেমা অনুষ্ঠিত হল রবিবার ৩ ডিসেম্বর। জেলার সদর বর্ধমান শহরে (পুরাতন চক) আয়োজিত এই ইজতেমা শুরু হয় মাওলানা মেহবুব আলম মণ্ডল সাহেবের দারসে কুরআনের মাধ্যমে। অতঃপর বিষয়ভিত্তিক সারাদিনের প্রোগ্রামসূচি অনুযায়ী সংক্ষিপ্ত বর্ণনা, নাযিমে ইজতেমার হেদায়াত, জামাআতে ইসলামী হিন্দের আক্কীদা-বিশ্বাস, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপদ্ধতি, জামাতবদ্ধতাই মুসলিম জাতির চালিকাশক্তি এবং মুসলিম সমাজের সামগ্রিক সংশোধন কার্যক্রম কী ও কীভাবে? উক্ত বিষয়গুলোর ওপর বক্তব্য রাখেন জেলার জামাআত সদস্য সেখ রবিউল ইসলাম, মুহাম্মদ আসলাম সেখ, জেলা সভাপতি সেখ তাহের উদ্দিন সাহেব, জহিরউদ্দিন সেখ ও জনাব মাস্টার আজিজুল হক মির্দা প্রমুখ।
জোহরের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় ক্কারী মীর আরিফ আলির সুমধুর কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে। দ্বীনের দাওয়াত বিষয়ক ইসলামী তারানা পেশ করেন জহিরউদ্দিন ও রবিউল ইসলাম। তাযকীর বিল হাদীস পেশ করেন শেখ সাহিবুল সাহেব। এরপর “দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনই মুমিনের জীবনের উদ্দেশ্য” এবং “দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামোফোবিয়া, সংবাদমাধ্যমের ভূমিকা বিষয়ে উম্মতে মুসলেমার আশু দায়িত্ব-কর্তব্য”-র ওপর আলোকপাত করেন সেখ তাহেরউদ্দিন ও মাওলানা মেহবুব আলম সাহেব।
আধুনিক শিক্ষিত, আলেমা, ইমাম ও ছাত্রদের উপস্থিতি এই ইজতেমাকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলে। গাজা যুদ্ধের ওপর ইজতেমায় পোস্টার প্রদর্শনী ও বুকস্টল দেওয়া হয়। ওপেন সেশনে নবাগতদের জামাআত সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও দোওয়ার মাধ্যমে ইজতেমার সমাপ্তি হয়।