কে বলে উত্তম প্রদেশ? খুনের তালিকায় শীর্ষে যোগীর উত্তর প্রদেশ, ষষ্ঠ পশ্চিমবঙ্গ

মীযান ডেস্ক: সদ্য প্রকাশিত ২০২২ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট বলছে, দেশে খুনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। আর যে রাজ্যের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে বিজেপি বারবার সরব হয়, এনসিআরবি-র তালিকায় সেই পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠ। অথচ বিজেপি বরাবরই দাবি করে, যোগীর শাসনে অপরাধ নাকি তলানি ঠেকেছে। উত্তরপ্রদেশে ফিরেছে সুশাসন। তাই তারা যোগী রাজ্যের গালভরা নাম দিয়েছে উত্তমপ্রদেশ। অথচ উত্তপ্রদেশের চাইতে বাংলায় খুনের ঘটনা অর্ধেকেরও কম।

২০২২ এর এনসিআরবি রিপোর্টে বলা হয়েছে, সারা দেশে মোট ২৮ হাজার ৫২২টি খুনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা অল্পকিছু কম। আগের বছরে ২৯,২৭২টি খুন হয়েছিল। অবশ্য ২০২০ সালে খুনের এফআইআর সংখ্যা অনেকটাই বেশি ছিল। প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২২’এ শুধু উত্তরপ্রদেশেই খুনের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে ৩৪৯১টি। এরপর রয়েছে বিহার (২৯৩০), মহারাষ্ট্র (২২৯৫), মধ্যপ্রদেশে (১৯৭৮) এবং রাজস্থান (১৮৩৪)।

এই তালিকা থেকে স্পষ্ট, দেশে খুনের ঘটনার ৪৩.৯২ শতাংশ সংঘটিত হয়েছে এই পাঁচটি রাজ্যে। সেখানে পশ্চিমবঙ্গে খুনের ঘটনার এফআইআর সংখ্যা ১৬৯৬টি। এই ধরনের অপরাধ কম ঘটেছে সিকিম, নাগাল্যান্ড, গোয়া, মিজোরাম ও মণিপুরে। প্রতি এক লাখ জনসংখ্যায় গোটা দেশে খুনের ঘটনা ২.১ শতাংশ। চার্জশিট জমা পড়েছে ৮১.৫ শতাংশ ক্ষেত্রে। এনসিআরবি’র পরিসংখ্যান থেকে এও জানা গিয়েছে যে, খুন হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৫.৪ শতাংশ প্রাপ্তবয়স্ক। খুন হওয়াদের মধ্যে ৮১২৫ জন মহিলা। পুরুষ খুনের সংখ্যা ৭০ শতাংশ। খুনের কারণ হিসেবে দেখানো হয়েছে হিংসা, বিবাদ, আশান্তি ও ব্যক্তিগত আক্রোশের কথা। ব্যক্তিগত হিংসার জেরে খুনের সংখ্যা ৩৭৬১ এবং প্রেমঘটিত কারণে খুন হয়েছেন ১৮৮৪ জন।

Stay Connected

Advt.

%d bloggers like this: