মীযান ডেস্ক: সোসাইটি ফর ব্রাইট ফিউচার (SBF) এর পশ্চিমবঙ্গ রাজ্য অফিস উদ্বোধন হল হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুরে। ন্যাশনাল সেক্রেটারি সফি মাদানী সাহেব ৮ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করেন। রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনকে মানবিক সেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভেনর জুলফিকার আহমদ, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কনভেনর মাসুদ আলম, হাওড়া জেলার সভাপতি নূর আহম্মদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবী ও রেনবো হসপিটালের কর্ণধার আজিজুল হক-সহ আরো অনেকে।এসবিএফ-এর রাজ্য অফিস উদ্বোধনের সঙ্গে গরীব-দুস্থদের কম্বল শীতবস্ত্র বিতরণ এবং মেডিকেল হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মানুষজন উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। প্রাকৃতিক দুর্যোগে ও সমাজ সেবায় সোসাইটি ফর ব্রাইট ফিউচারের ভূমিকা – বিষয়ে আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিগণ। সর্বভারতীয় সম্পাদক শফি মাদানী সাহেব তাঁর বক্তব্যে এসবিএফ-এর দেশজোড়া বহুমুখী মানবিক সেবা ও পরিষেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্য কনভেনর জুলফিকার আহমেদ সমাজসেবা ক্ষেত্রে সোসাইটি ফর ব্রাইট ফিউচারের ভূমিকার উল্লেখোগ্য পর্যালোচনা করেন, যাতে প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ, মানবিক সহায়তা ও পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে বলেন, সমাজসেবা স্রষ্টাকে সন্তুষ্ট করার উপায়। ফ্রী ওষুধ-সহ প্রায় ২০০ জনকে এদিন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। ৫০ জন দুস্থ মানুষকে কম্বল এবং শতাধিক মানুষকে নানারকম শীতবস্ত্র প্রদান করা হয়। আর্ত মানুষের সেবায় নিবেদিত সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর স্বেচ্ছাসেবামূলক সংস্থার রাজ্য অফিস উদ্বোধন হওয়ায় SBF ভলান্টিয়ার ও সমাজ সচেতন মানুষজন খুশি হন। এই অফিস থেকে রাজ্যে সমাজসেবামূলক কার্যক্রম আরো ত্বরান্বিত ও অগ্রগতির প্রতীক হবে – এই আশা ব্যক্ত করে এসবিএফ-কে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন সবাই।