গাজায় যুদ্ধবিরতির দাবিতে ১০ মার্কিন শহরে ইহুদিদের বিক্ষোভ, উত্তাল আমেরিকা-ইউরোপ

মীযান ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইহুদি বিক্ষোভকারীরা আমেরিকার অন্তত ১০টি শহরে বিক্ষোভ করেছে। শুধু আমেরিকাই নয়, পশ্চিমা বিশ্বের বহু দেশে নিয়মিত এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ জারি রয়েছে। লন্ডন থেকে প্যারিস সর্বত্র অচল হয়ে যাচ্ছে স্বাভাবিক জনজীবন। এদিকে মার্কিন মুলুকে বিক্ষোভকারীরা রাজধানী ওয়াশিংটন, বোস্টন, ফিলাডেলফিয়া প্রভৃতি নামজাদা শহরের ব্যস্ত সড়ক ও সেতুতে যান চলাচল বন্ধ করে দেন। ‘ইহুদি ভয়েস ফর পিস’ নামে একটি গ্রুপ জানিয়েছে, শতাধিক বিক্ষোভকারী ওয়াশিংটন ডিসির নিউইয়র্ক অ্যাভিনিউয়ের ওভারপাস অবরোধ করেছে।

এদিকে, ফিলাডেলফিয়ায় আনুমানিক হাজার দুয়েক শান্তিকামী মানুষ ‘গাজাকে বাঁচতে দাও’ লেখা ব্যানার নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শত শত বিক্ষোভকারী বোস্টন শহরের একটি ব্যস্ত রাস্তার পাঁচমাথার মোড় অবরোধ করে ১৫টি ট্র্যাফিক লেনে যান চলাচল থামিয়ে দেয়।

‘ইহুদি ভয়েস ফর পিস’ সামাজিক মাধ্যমে বিক্ষোভ সম্পর্কে লিখেছে, ‘হানুক্কার ৮ম রাতে (ইহুদীদের ধর্মীয় উৎসব), ৮টি শহর ও ৮টি সেতুতে আমরা এসেছি, দেশজুড়ে বিশাল সংখ্যায় জড়ো হয়েছি, কিছু বলার জন্য…। আটলান্টা, শিকাগো, মিনিয়াপোলিস, সিয়াটল, পোর্টল্যান্ড ও ওরেগনেও বিক্ষোভ হয়েছে।

এছাড়া সান ফ্রান্সিসকোতে ইজরায়েলি সরকারের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ১.২ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরের জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে তিরস্কার করতে শত শত মানুষ গুগলের সদর দপ্তরের বাইরে জড়ো হয়।

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে গাজায় বেসামরিক লোকদের হতাহতের সংখ্যা কমাতে ইজরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। মিত্র দেশটিকে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোরও নির্দেশনা দেওয়া হয়েছে পেন্টাগনের তরফে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় বেসামরিক নাগরিকদের প্রতি আরও মানবিক হতে ইজরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের নরমপন্থী বার্তা দিতে হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান ইজরায়েল সফরে গিয়েছেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: