বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার পরদিনই লালু-তেজস্বীকে ইডি-র তলব

মীযান ডেস্ক: মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে রাজধানী দিল্লিতে। ঠিক তারপর দিনই বুধবার তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে। বিরোধী জোটের অন্যতম শরিক আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কাল শুক্রবার তেজস্বীকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে লালুকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে আগামী বুধবার ২৭ ডিসেম্বর। জমির বিনিময়ে চাকরি – এই অভিযোগে দায়ের হওয়া মামলায় ইডি বুধবার বিরোধী জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা লালু-তেজস্বীকে সমন পাঠিয়ে তলব করেছে। উল্লেখ্য, ইডির পাশাপাশি সিবিআই-ও এই মামলায় তদন্ত চালাচ্ছে।

গত অক্টোবরে সিবিআইয়ের সেই মামলায় দ্বিতীয় চার্জশিটও দাখিল করা হয়। যদিও ওই মাসেই দিল্লি আদালত লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বীর জামিন মঞ্জুর করেছিল। জামিনের দু’মাসের মধ্যেই ফের লালু-তেজস্বীকে সমন পাঠাল আরও এক কেন্দ্রীয় সংস্থা। 

২০০৪ থেকে ২০০৯ ইউপিএ জামানায় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ। ইডি-সিবিআইয়ের দাবি, সেই সময়েই বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি ছাড়াই রেলে বেশকিছু প্রার্থীকে চাকরির সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী। পাটনার বেশ কয়েকজন প্রার্থীর মুম্বই, জব্বলপুর, কলকাতা এবং জয়পুরে চাকরি হয়। সেই প্রার্থীরাই যাদব পরিবারের লোকদেরকে না-কি খুব কম দামে জায়গা-জমি বিক্রি করেন। যদিও লালুর পরিবার বরাবরই এই  অস্বীকার করে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, এভাবে বিরোধী দলগুলো যাতে ঐক্যবদ্ধ হয়ে শক্তপোক্ত জোট গঠন করতে না পারে বা একযোগে বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে চ্যালেঞ্জ জানাতে না পারে, সেই লক্ষ্যেই একের পর এক বিরোধী নেতাদের ফাঁকফোঁকর খুঁজে পুরনো মামলা চাগিয়ে তোলা হচ্ছে। এভাবে বিরোধী শরিক দলগুলোকে মানসিকভাবে দুর্বল করে কিংবা তাদেরকে পরোক্ষে মোদি সরকারের কাছে মাথানত করাতেই এই হীন কৌশল নিয়ে চলেছে কেন্দ্র সরকার। যদিও এসব ব্যাপারে কেন্দ্র সরকার বরাবল বলে আসছে, আইন আইনের পথেই চলবে। কিন্তু সেক্ষেত্রে বিরোধীদের অভিযোগ, কোনও রাজ্যে বিজেপি বা তাদের শরিক দলের কারও বিরুদ্ধে কেন সিবিআই, ইডি কিছু করছে না? কেন তাদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে? বিজেপি ও তাদের শরিকরা কি সবাই ধোয়া তুলসিপাতা? নাকি বিজেপির সঙ্গে থাকলে গেরুয়া ওয়াশিং মেশিনে সবার পাপ ধুয়েমুছে সাফ হয়ে যায়?

Stay Connected

Advt.

%d bloggers like this: