মীযান ডেস্ক: মালদা জেলার গাজোলের সালাইডাঙ্গা ঢাকনাপাড়ায় অবস্থিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পীস অ্যাকাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল শুক্রবার। এ বছর প্রথম স্থান অধিকার করেছে নাজিফা ইসলাম (৯৮.১১ শতাংশ)। সর্বোচ্চ নম্বর প্রাপক হিসেবে নাজিফাকে পুরস্কৃত করা হয়। প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে এদিন পুরষ্কৃত করা হয়। এছাড়াও নামাযে সর্বাধিক উপস্থিতির নিরিখে প্রত্যেক ক্লাস থেকে একজনকে পুরষ্কৃত করা হয়।
আজ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীস অ্যাকাডেমির সহ সম্পাদক ডা. নূরুল ইসলাম মাজিদি, প্রধান উপদেষ্টা আক্তার হোসেন, সুপারিনটেনডেন্ট মহ. আশরাফুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলম, কোষাধ্যক্ষ মহিবুল হক, অ্যাকাডেমিক কাউন্সিলের সকল সদস্য-সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। ডা. এম রহমান সাহেবের প্রতিষ্ঠিত পীস অ্যাকাডেমি হল আপনার সন্তানের সাফল্যের সেরা ঠিকানা।