হাওড়া জেলার রঘুদেববাটিতে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে হাওড়া জেলার রঘুদেববাটি মোকামে দুই দিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ২৪-২৫ ডিসেম্বর পঞ্চদশতম বর্ষে রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহ-সভাপতি জুলফিকার মোল্লা, কোষাধ্যক্ষ মহ: আব্দুল্লাহ শাহীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন সেনা অফিসার খান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন দুইজন গ্রাম পঞ্চায়েত সদস্য। 

হিন্দু-মুসলিম নির্বিশেষে মোট ৮২ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজক সংগঠনের তরফে আগত সকল অতিথিকে ইসলামী বই-পুস্তক উপহার দেওয়া হয়। বিশিষ্টজনদের হাতে পবিত্র জীবনবিধান আল কুরআনের বাংলা অনুবাদ তুলে দেওয়া হয়। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গিফট প্যাকেট দেওয়া হয়। দ্বিতীয় দিনে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মোট ১৬২ জন চক্ষু পরীক্ষা করান। চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দে মহাশয়। 

চক্ষু বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডা: রিয়াজউদ্দিন সর্দার, ডা: রেজা পারভীন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোকামী আমীর আতাউর রহমান সরদার ও সাবেক মোকামী আমীর জাকির হোসেন মল্লিক। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় জামাআতে ইসলামী হিন্দের সকল শাখা সংগঠনের কর্মীগণ।

Stay Connected

Advt.

%d bloggers like this: