মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কলাগাছিয়া মোকামের পক্ষ থেকে ২৩-২৪ ডিসেম্বর দু-দিন ব্যাপী শিশু উৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্রথম দিন ২৩ তারিখ শিশু উৎসবকে সামনে রেখে কচি-কাঁচা ও কিশোর-কিশোরীদের বিভিন্ন ধরনের খেলাধূলার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রোগ্রাম শেষে ক্রমিক স্থানাধিকারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর আলোক-সংকেত মডেল স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়। জাতি-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উক্ত রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি সানোয়ার আলি পৈলান, ব্লক সভাপতি নাসির উদ্দিন মোল্লা, ব্লকের বিভিন্ন হালকা ও মোকাম থেকে আগত সংগঠনের সমর্থক-কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি টুসি পৈলান-সহ একাধিক শিক্ষাব্রতী, সমাজসেবী ও গুণীজন।