মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের শিশু সংগঠন চিলড্রেন্স ইসলামিক অর্গানাইজেশন (সিআইও)-র উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের দক্ষিণ শিমুলিয়ায় ৩১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল ‘শিশু-কিশোর উৎসব ২০২৩’। চতুর্থ শ্রেণীর ছাত্র ইব্রাহিম মণ্ডলের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। সারাদিন বিভিন্ন বিনোদনমূলক খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। বাদুড়িয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৭০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাক-প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিভাবকরাও সারাদিন আনন্দের সঙ্গে কাটান।
বিনোদনমূলক ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি ছিল ‘অনন্য’ শিল্পীগোষ্ঠীর সদস্য মনিরুল ইসলাম এবং মিনহাজুর রহমানের ইসলামী সংগীত এবং নাটিকা উপস্থাপনা। শিশু-কিশোর উৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা, জেলা দাওয়াত বিভাগের ইনচার্জ মাস্টার গোলাম হোসেন, তরবিয়ত বিভাগের ইনচার্জ মাওলানা ইসমাইল হক, রাইকোলার নিউ হরাইজন মিশনের কর্ণধার নিজামউদ্দিন হুসাইনী। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের বাদুড়িয়া ব্লকের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাদুড়িয়ার ব্লক সভাপতি রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী চেতনার উন্মেষ ঘটাতে এবং তাদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে প্রতি বছর জামাআতে ইসলামী হিন্দ ব্লক, জেলা, রাজ্য তথা দেশজুড়ে কচিকাঁচা স্কুলপড়ুয়াদের নিয়ে এ ধরনের বহুমুখী কর্মসূচি নিয়ে থাকে। মূলত শীতকালেই শিশু-কিশোর উৎসব হয়ে থাকে। ইসলামী ক্যুইজ, ক্কিরাত, তিলাওয়াত, অংকন, অংক দৌড়, মেধা অন্বেষণ ইত্যাদি নানা রকমের মনোজ্ঞ আয়োজন এর মধ্যে থাকে।