মীযান ডেস্ক: লন্ডনের মেয়র সাদিক খানকে ইসলামপন্থী বলায় বরখাস্ত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ লি অ্যান্ডারসন। ব্রিটেনের রাজধানী লন্ডন শহরের প্রথম মুসলিম মেয়র সাদিক খান বিরোধী দল লেবার পার্টির নেতা, আইনজীবী ও মানবাধিকারকর্মী। রাজধানীতে নিয়মিত ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-মিছিলের জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানী বংশোদ্ভূত সাদিককে। শুক্রবার এক সাক্ষাতকারে লি আন্ডারসন বলেন, আমি বিশ্বাস করি না ইসলামপন্থীরা আমাদের দেশের নিয়ন্ত্রণ হাতে পেয়েছে। তবে আমি বিশ্বাস করি তারা সাদিক খানের নিয়ন্ত্রণ পেয়েছে।
এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। সাদিক খানকে উদ্দেশ্য করে করা ওই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। দুদিন আগে সাদিক খান বলেন, আন্ডারসনের এমন মন্তব্য মুসলিম বিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান। তার মন্তব্য নিয়ে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর নীরবতারও কঠোর সমালোচনা করেন সাদিক। মেয়রের এমন সমালোচনার ঘণ্টাখানেক পরেই টোরি পার্টির চিফ হুইপ সাইমন হার্ট বলেন, বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করায় দলের হুইপ পদ থেকে লি অ্যান্ডারসনকে বরখাস্ত করা হয়েছে।