দেশের শীর্ষ কোম্পানি হলেও আদানি কিন্তু সেরা করদাতা নয়, এমনকী প্রথম দশেও নাম নেই গৌতম আদানি গ্রুপের

মীযান ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্ট (২৪ জানুয়ারি ২০২৩) নিয়ে চাঞ্চল্য ছড়ানোর আগে পর্যন্ত আদানি কোম্পানি বা তাদের কর্ণধার গৌতম আদানি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনকুবের। সরষের তেল থেকে শ্যাম্পু, খনি থেকে গ্রিন এনার্জি, সমুদ্র বন্দর থেকে বিমানবন্দর, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ – সবেতেই সেরার সেরা কোম্পানি আদানি ইন্ডাস্ট্রিজ। দেশের সীমানা ছাড়িয়ে বহু দেশে ছড়িয়ে পড়েছে আদানি গ্রুপ অফ কোম্পানির কর্মকাণ্ড। বিশেষ করে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর গত দশ বছরে আদানির নাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু ব্যবসা বা মুনাফার নিরিখে আদানি কোম্পানি দেশের এক নম্বর হলেও দেখা যাচ্ছে ট্যাক্স পেয়ি বা করদাতা হিসেবে আদানি কোম্পানি কিন্তু শীর্ষে নেই। এমনকি দেশে সবথেকে বেশি কর্পোরেট ট্যাক্স যেসব কোম্পানি দেয়, সেই তালিকার প্রথম দশেও নেই আদানির নাম।

২০২২ সালে সবথেকে বেশি ট্যাক্স বা কর দিয়েছে টাটা কনসালটেন্সি বা টিসিএস কোম্পানি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারপর রয়েছে সফটওয়্যার জায়ান্ট ইনফোসিস। ২০২২ সালের ইয়ার-এন্ডিং অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত টাটাদের সংস্থা টিসিএস ভারত সরকারকে কর দিয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১,১৬,০৯,০১,০০,০০০ টাকা। ওই বছর আদানি কোম্পানি কর দিয়েছিল ৫৮.৩ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪,৮৩,৪২,৬৫,১৫০ টাকা। উল্লেখ্য, ১ বিলিয়ন মানে হল ১০০ কোটি এবং ১ মিলিয়ন মানে হল ১০ লক্ষ।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালে টাটার অধীনস্ত টিসিএস ছাড়া অন্যান্য কোন কোন কোম্পানি সরকারকে কত টাকা কর দিয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে থাকা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ৯৩৭.৭ মিলিয়ন ডলার, তৃতীয় ইনফোসিস ৮৮৩.৩ মিলিয়ন ডলার, চতুর্থ আইসিআইসিআই ব্যাঙ্ক ৮৪৪.৯ মিলিয়ন ডলার, আইটিসি ৫৮০.৯ মিলিয়ন, এইচসিএল ৪১৭.৩ মিলিয়ন ডলার, এইচইউএল ৩৫৫.৬ মিলিয়ন ডলার, বাজাজ ফাইনান্স ২৭২.২ মিলিয়ন ডলার, লার্সেন অ্যান্ড টুব্রো ২৬১.৯ মিলিয়ন ডলার, আল্ট্রাটেক সিমেন্ট ১৪৯.৩ মিলিয়ন ডলার। অর্থাৎ দেশের সেরা করদাতা কোম্পানির তালিকায় আদানি কোম্পানির নাম নেই। কিন্তু ইদানীংকালে, বিশেষত গত এক দশকে এই আদানি কোম্পানিই দেশের সবথেকে বড় কর্পোরেট সংস্থা বলে পরিচিত।

আদানি গ্রুপ অফ কোম্পানির আওতায় মোট ৭টা কোম্পানির নাম নথিভুক্ত আছে। তাদের মিলিত সম্পদের পরিমাণ ২৬৭.১ বিলিয়ন ডলার। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি কোম্পানির শেয়ারে বিরাট ধস নামায় এক ধাক্কায় তাদের সম্পদ কমে হয় ১২৩.২ বিলিয়ন ডলার। যদিও এই প্রতিবেদনে ২০২২ সালের সেরা দশটা করদাতা কোম্পানির তালিকায় আদানি গ্রুপ কিংবা তাদের অধীনস্ত কোনও কোম্পানির নাম নেই। যদিও দ্বিতীয় স্থানে রয়েছে আম্বানিদের রিলায়্যান্স কোম্পানি।

Stay Connected

Advt.

%d bloggers like this: