উলুবেড়িয়ার নিমদিঘীতে হাওড়া জেলা ITS-2023 পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মীযান ডেস্ক: হাওড়া জেলার উলুবেড়িয়া, নিমদিঘীর সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টার হলে ITS-2023 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত রবিবার ৩ মার্চ। জেলা সভাপতি সৈয়দ জাহির আহমেদের প্রারম্ভিক ভাষণের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মুক্তার হোসেন মণ্ডল, ITS হাওড়া জেলার ইনচার্জ শাহনাওয়াজ খান, AIITA এর প্রাক্তন জেলা প্রেসিডেন্ট তথা নিমদীঘি হাই মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ জামিনুল ইসলাম, AIITA হাওড়া জেলার  সদস্যগণ, ভেনু ইনচার্জ, ইনভিজিলেটর এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকগণ।

উল্লেখ্য, এবার হাওড়া জেলায় মোট ৮টি সেন্টারে প্রায় ১৭০০ পরীক্ষার্থী ITS-2023 পরীক্ষা দিয়েছিল। এই ৮টি পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা কেন্দ্রস্তরে RANK করেছে তাদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া জেলা লেভেল এবং সেন্টার লেভেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আইটা-র জেলা সম্পাদক শাহনাওয়াজ খানের সমাপ্তি ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক নূর আলম মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন আইটা-র জেলা কমিটির মেম্বার ও SBF রাজ্য কো-কনভেনর সেখ মোহাম্মদ আরিফুল্লাহ।

Stay Connected

Advt.

%d bloggers like this: