মীযান ডেস্ক: কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দের রাজ্য শাখার উদ্যোগে স্কলারশিপে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল ‘ইসলামিক থট’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম। শনিবার ২ মার্চ এই অভিনব প্রোগ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন স্কলারশিপ প্রাপ্ত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক।
এদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন, “দেশের এই অসন্তোষজনক পরিস্থিতিতে ছাত্র-যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে সমাজের রোল মডেল হয়ে উঠতে হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে তাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে।” জামাআতের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক বলেন, “ছাত্র-ছাত্রীদের কলেজ ক্যাম্পাসগুলিতে ইতিবাচক, গঠনমূলক ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে পড়াশুনায় অনেক দূর এগিয়ে যেতে হবে, সেই সঙ্গে দেশের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে।”
এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রীরা নিজেদের সুচিন্তিত অভিমত জানান এবং নানা বিষয়ে জামাআতের নেতৃত্বের সঙ্গে ইন্টারঅ্যাকসন বা প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করেন। এই প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতের সমাজসেবা বিভাগের রাজ্য সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা বিভাগের সম্পাদক আব্দুল আজিজ, রাজ্য জনসংযোগ বিভাগের সম্পাদক সুজাউদ্দিন আহমেদ এবং ছাত্র সংগঠন এসআইও-র রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল, মানবাধিকার কর্মী আব্দুস সামাদ প্রমুখ।