মীযান ডেস্ক: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দময় দিনে খুশির ঈদ উপলক্ষে এক অভিনব ঈদ মিলনী সভার আয়োজন হয়ে গেল বীরভূমে। জেলার রামপুরহাটের সংহতিপল্লিতে জামাআতে ইসলামী হিন্দ এর অফিসে পবিত্র ঈদের দিন ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এই মহতী সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বক্তব্য রাখেন জামাআতের বীরভূম জেলার সভাপতি মাস্টার আসগার আলি, রামপুরহাটের মোকামী আমির ডাক্তার আমিন আহম্মদ, মহিলা শাখার সভানেত্রী আবিদা খাতুন ও রামপুরহাট ইউনিটের নাযিম মহম্মদ নাসিরুদ্দিন সাহেব প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপেন লেট, শেষার্থ মণ্ডল প্রমুখ। বক্তারা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর “আমরা একে অপরের রক্তের সম্পর্কের ভাই” শীর্ষক বাণী সবার বক্তব্যে অনুরণিত হয়।
এই ঈদ মিলনী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ মজবুত করা এবং একে অপরের সংস্কৃতি সম্পর্কে ভাব ও মত বিনিময় করা। এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক অমুসলিম ভাই ও বোন। উপস্থিত সকলেই এ ধরনের ব্যতিক্রমী প্রোগ্রাম নিয়মিত আয়োজনের প্রস্তাব-পরামর্শ দেন এবং এর মাধ্যমে সম্প্রীতির নয়া দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।