হাওড়া জেলার বাউড়িয়ায় জামাআতের উদ্যোগে ঈদ সম্প্রীতি সভা

মীযান ডেস্ক: জামা’আতে ইসলামী হিন্দ হাওড়া জেলার দক্ষিণ বাউড়িয়া শাখার উদ্যোগে এক মনোজ্ঞ ঈদ সম্প্রীতি সভার আয়োজন করা হয়। ঈদের পরদিন শুক্রবার ১২ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী পরমানন্দ গিরি মহারাজ, জেলা জামাআতের বিভাগীয় সম্পাদক ডা: হায়দার আলি, বাউড়িয়ার আঞ্চলিক নাযিম শেখ নেহায়েত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য শিক্ষা বিভাগের সম্পাদক আবদুল মান্নান সাহেব। মুসলিম ও অমুসলিম নির্বিশেষে স্থানীয় অনেক মানুষ এতে অংশগ্রহণ করেন। সভায় প্রায় দুই শতাধিক পুরুষ ও শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: