মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার শিক্ষার সার্বিক অবস্থা ও উন্নয়নের স্বার্থে গবেষণামূলক স্টাডি এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে জেলার শিক্ষার অবস্থা সম্পর্কে সচেতনতা ও ভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্যে এসআইও দক্ষিণ মুর্শিদাবাদ জেলা এক অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা পরিচালনা করতে চলেছে। সোমবার ১৫ এপ্রিল জেলা অফিস বহরমপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিনব প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রবন্ধের বিষয়: “ইতিহাস ও ঐতিহ্যের পীঠস্থান মুর্শিদাবাদের শিক্ষাগত অবস্থান।” প্রবন্ধটি অনধিক ১০০০ শব্দে লিখে ৩১ মে-র মধ্যে মেইল করতে হবে।
প্রথম পুরস্কার ৪ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। লেখা পাঠানোর জন্য ই-মেইল আইডি siosouthmurshidabad@gmail.com. ফলাফল জানা যাবে SIO South Murshidabad ফেসবুক পেজ থেকে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও-র রাজ্য সভাপতি সাইদ বি.এস আল মামুন, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি জয়নাল আবেদিন, জেলা সম্পাদক মতিরুল রহমান, শিক্ষাঙ্গন সম্পাদক আমির চাঁদ খাঁন, মুক্তাদির হোসেন, হাসানুল্লাহ সাহেব প্রমুখ।
সংগঠনের তরফে জেলার সকল ছাত্র-ছাত্রীকে এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। জেলা সভাপতি জয়নাল আবেদিন এই মর্মে বলেন, একদা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ ছিল শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির সমৃদ্ধশালী কেন্দ্র। কিন্তু পরিতাপের বিষয় বর্তমানে মুর্শিদাবাদ জেলা শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থান সর্বক্ষেত্রে চরম বঞ্চনার শিকার। জেলায় শিক্ষার বর্তমান হাল-হকীকত ও উত্তরণের উপায়-উপকরণ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের তথ্যসমৃদ্ধ লেখা ও পরামর্শ আমরা আহ্বান করছি।”