মীযান ডেস্ক: বিরোধীদের অভিযোগ, নিশ্চিত পরাজয় আঁচ করে আর কোনও রাখঢাক না রেখে এবার খুল্লামখুল্লা চরম মুসলিম বিদ্বেষী প্রচারে শান দিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাজস্থানের এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, মা-বোনদের সোনার গয়না, মঙ্গলসূত্র কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয় কংগ্রেস! এহেন তীব্র বিতর্কিত ও বিদ্বেষী মন্তব্য করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে পালটা বিরোধীদের দাবি, দেশের বহু চলমান সমস্যা থেকে নজর ঘোরাতেই এভাবে বিভেদ-বিষের রাজনীতি ছড়াতে চাইছেন প্রধানমন্ত্রী।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়ে মোদি এদিন বলেন, “সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই সর্বাগ্রে। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।”
লোকসভা নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রীর এই জঘন্য মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেন, “প্রথম দফার ভোট শেষ হতেই হতাশ হয়ে পড়েছেন মোদি। সে জন্যই এসব কথা বলে আমজনতার নজর ঘোরাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ভোট দেবেন।” সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ কপিল সিবলের তোপ, এমন বিতর্কিত মন্তব্য করার পরেও মোদির বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি কেন?