মীযান ডেস্ক: প্রতি বছরের মতো এবারও আল আমিন মিশনের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেল। এবার এই ঐতিহ্যবাহী মিশন থেকে রাজ্য মেধা তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে ১৪ জন স্থান পেয়েছে। চাঁচলের বাসিন্দা সাকিল আহম্মেদ পেয়েছে ৬৮০। ডাক্তার হতে চায় সে। ভূগোল ও ভৌতবিজ্ঞানে ১০০ পেয়েছে সাকিল। মিনাখাঁর রূপম ইসলাম পেয়েছে ৬৭৯ নম্বর। তার স্বপ্ন চিকিৎসক হওয়া। নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে সে। চেঙ্গাইলের মারিয়া গোরে এই মিশন থেকে ৬৭৯ নম্বর পেয়েছে। জীববিজ্ঞানে ১০০ পাওয়া মারিয়া অধ্যাপক হতে চায়। লালগোলা খামারপাড়ার বাসিন্দা সুহানা জিনান এবার আল আমিন থেকে ৬৭০ পেয়েছে। ডাক্তার হয়ে গ্রামবাসীর চিকিৎসা করা তার ইচ্ছা। দক্ষিণ ২৪ পরগনা জেলার মোল্লাপুকুরিয়ার বাসিন্দা জিনিয়া ইসলাম এই মিশনের হুগলী বাবনান শাখা থেকে পরীক্ষা দিয়ে পেয়েছে ৬৪৫। তার পিতা আব্দুস সবর মোল্লা হকারি করেন। জিনিয়ার প্রিয় সাবজেক্ট গণিত হলেও সে ডাক্তার হতে চায়।
আল আমিন মিশনের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানিয়েছেন, এ বছর তাদের মিশনের বিভিন্ন শাখা থেকে মোট ১৯৪৯ জন মাধ্যমিক দিয়েছিল। তার মধ্যে ৫২ জন ৯৫ শতা্ংশ নাম্বার পেয়েছে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় এই মিশনের ৭২টা শাখা বা ক্যাম্পাস রয়েছে। সব মিলিয়ে মোট প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রী এই মিশনে পড়াশোনা করছে।