মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের তিনপাকুড়িয়া, ধূলিয়ানে অবস্থিত দিশা আবাসিক মিশন থেকে এ বছর মোট ১৮জন মাধ্যমিক পরীক্ষা দেন। তার মধ্যে স্টার পেয়েছে ৭জন, প্রথম বিভাগে পাশ করেছে ৯জন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ২জন। ৬১২ নম্বর পেয়ে এই মিশনে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামিরুদ্দিন ইসলাম। প্রতিটা বিষয়েই লেটার মার্কস পেয়েছেন। ৬১০ পেয়ে দ্বিতীয় হয়েছেন আকিল হাসান। ইতিহাস বাদে বাকি সব সাবজেক্টেই লেটার পেয়েছেন। ৬০৯ নাম্বার পেয়ে তৃতীয় হয়েছেন মীযানুর রহমান। প্রতিটা বিষয়ে লেটার মার্কস পেয়েছেন। এরপর ৫৯৭ নাম্বার সহ ইতিহাস বাদে সবগুলোতেই লেটার পেয়েছেন ইজাজ আহমেদ।
২০২১ সালে প্রতিষ্ঠিত এই মিশনের পথ চলা শুরু হয় ২০২২ শিক্ষাবর্ষ থেকে। ওই বছর থেকেই নবম শ্রেণিতে ১৮ জন পড়ুয়া নিয়ে দুই বছরের অক্লান্ত পরিশ্রম ও সকল শিক্ষক, শিক্ষিকা এবং মিশন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় তারা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। সর্বদা পড়ুয়াদের পাশে থেকে সব বিষয়ে সহযোগিতা করেছেন মিশনের কর্ণধার মোহা. নবাবউদ্দিন সাহেব।
প্রথমবারের এই ফলাফলে মিশন কর্তৃপক্ষ এবং শিক্ষক, শিক্ষিকারা সকলেই গর্বিত ও আনন্দিত। সকলেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বর্তমানে এই মিশনে মোট ৩২২ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তার মধ্যে ১৩০ জন আবাসিক ও ১৯৩ জন অনাবাসিক।