‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে বর্ধমান টাউন পরিক্রমা

‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে বর্ধমান টাউন পরিক্রমা। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের জেলা নাযিম সেখ মুহাম্মদ তাহেরউদ্দিন, বড়শুলের মুকামী আমীর মুজিবর রহমান, বর্ধমান ইউনিটের দায়িত্বশীল আসলাম ও সাবীর ভাই। বর্ধমান রেলস্টেশন থেকে কার্জনগেট, হসপিটাল থেকে বর্ধমান ইউনিভার্সিটি – সমস্ত জায়গায় এই ট্যাবলো পরিক্রমা করে।

উল্লেখ্য, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এর সঙ্গে বহু শুভবুদ্ধিসম্পন্ন, গণতন্ত্র ও শান্তিকামী মানুষজন যুক্ত আছেন। রাজ্যজুড়ে এই মঞ্চ কাজ করছে। এদের মূল লক্ষ্য উদ্দেশ্য হল ফ্যাসিবাদ বিরোধী জনমত গঠন করা এবং সেই মোতাবেক সমমনস্ক মানুষজনকে এক ছাতার নীচে আনার চেষ্টা চালানো। চলমান লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশ থেকে ফ্যাসিবাদী অশুভ শক্তিকে পরাস্ত করা এবং সর্বোপরি সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখার উদ্দেশ্যে নিরলস সভা, সমিতি, সমাবেশের আয়োজন করে চলেছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: