ভোট চলাকালেই মোদির শপথের দিনক্ষণ পাক্কা! ভোটারদের বিভ্রান্ত করতে সবটাই কি জুমলা?

মীযান ডেস্ক: আব কী বার ৪০০ পার না হলেও তৃতীয়বার মোদি সরকার শপথের পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে মাসখানেক আগেই। সাত দফায় ভোটপর্ব এখনও মেটেনি। আগামীকাল শনিবার ১ জুন মিটবে। ফলাফল প্রকাশের এখনও ৪দিন বাকি। এরই মধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি। কবে তিনি নেবেন শপথ, কোথায় নেবেন শপথ? সেসব অনেক আগেই ফাইনাল হয়ে গিয়েছে। শুনতে হাস্যকর হলেও এর মধ্যে অন্য রকম অভিসন্ধি বা গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দলগুলো। জানা গিয়েছে, গেরুয়া শিবিরের পরিকল্পনা অনুযায়ী, এবারে মোদির শপথে একাধিক চমক থাকছে।

মিডিয়ার একাংশের দাবি অনুযায়ী এবার ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের ক্ষেত্রেও চিরাচরিত প্রথা বা রীতি বদলে দেবেন মোদি। পূর্বসূরীদের মতো এর আগে দু-বারই তিনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। অতীতেও দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনেই শপথ নিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদি নাকি এবার শপথ নেবেন খোলা আকাশের নিচে কর্তব্য পথে। আসলে এনডিএ সরকার নিজেদের তৈরি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সৌন্দর্য গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায়। আর মোদি চান শপথগ্রহণ অনুষ্ঠানকে সরাসরি জনতার দরবারে নিয়ে যেতে।

প্রাথমিকভাবে মোদির শপথ গ্রহণের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার কথা আগামী পরশু ৪ জুন মঙ্গলবার। প্রধানমন্ত্রী পদে মোদি শপথ নিতে চান ৯ জুন। এর আগে ২০১৪ সালে তিনি শপথ নিয়েছিলেন ২৬ মে। সেবার ভোটের ফল প্রকাশ হয় ১৬ মে। ২০১৯-এ মোদি শপথ নেন ৩০ মে। সেবার ভোটের ফল বেরোয় ২৩ মে।

সূত্রের খবর, তৃতীয় দফায় মোদি সরকারের শপথের পরিকল্পনা শুরু হয়েছে মাসখানেক আগে থেকেই। অর্থাৎ ভোটপর্ব শুরুর ঠিক পরপরই। কিন্তু ফলাফল যদি উলটো হয়? বিজেপির ভোট ম্যানেজাররা মনে করছেন, গড়বড়ের কোনও সম্ভাবনা নেই। ৪০০ পারের স্লোগান দিয়ে এবার ভোট ময়দানে নেমেছেন মোদি। বিজেপি মনে করছে, ৪০০ পার না হলেও মোদির ক্ষমতায় ফেরা নিয়ে কোনও সংশয় নেই। বিরোধী ইন্ডিয়া জোট অবশ্য মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুয়ো আত্মবিশ্বাস দেখিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মতো ব্যাপার। না হলে ফল প্রকাশের আগে কীভাবে শপথের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হতে পারে? তাহলে কি বিরোধীদের আশঙ্কাই সত্যি হতে চলেছে? কারচুপি করেই কি মোদি ফের ক্ষমতায় ফিরতে চলেছে? নাকি ভোটারাদের বিভ্রান্ত করতে সবটাই জুমলা? এসব প্রশ্নের উত্তর পেতে আরও একটা দিন অপেক্ষা করতে হবে।

Stay Connected

Advt.

%d bloggers like this: