মীযান ডেস্ক: NEET (UG) দুর্নীতি, NET(UGC) পরিচালনায় ব্যর্থতার মাঝে হঠাৎ পরীক্ষার একদিন আগে NEET (PG) স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। লজিস্টিক কারণ দেখিয়ে CSIR-NET স্থগিত করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে সীমাহীন দুর্নীতি, শেষ মুহূর্তে এসে স্থগিত বা বাতিল হয়ে যাওয়ায় ব্যাপক মানসিক চাপ, আর্থিক ক্ষতি, জীবনের গুরুত্বপূর্ণ সময় অপচয়-সহ আরও নানান সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। এসআইও সারা দেশজুড়ে NTA এর ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। যখন তখন প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নামে নানান কেলেঙ্কারি এবং শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল করা –এসব কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করা হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং NTA বাতিলের দাবিতে এসআইও-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে আজ মঙ্গলবার ২৫ জুন কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি থেকে এসআইও-র কেন্দ্রীয় সম্পাদক ইমরান হোসেন বলেন, “প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার আগের মুহূর্তে বাতিল করে দেওয়া শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করেছে।” তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, “পরীক্ষাগ্রহণ সংস্থা হিসেবে NTA-কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং দুর্নীতির জাল ভাঙতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।” এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাঈদ মামুন বলেন, “বর্তমান সরকার ভোট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীভূত করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকের NTA এর ব্যর্থতা শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীকরণের ভুল সিদ্ধান্তের একটি স্পষ্ট উদাহরণ।” সাঈদ মামুন ঘোষণা করেন, মানুষের মৌলিক অধিকার, শিক্ষাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন চলবে। তিনি আপামর জনসাধারণকে কেন্দ্র সরকারের এই ব্যর্থতার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।