মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়-১ নম্বর ব্লকের ভোজেরহাট হালকায় ৪ জুলাই বৃহস্পতিবার বাছাইকৃত প্রায় ৭০ জন পুরুষ ও মহিলা কর্মীকে নিয়ে এক বিশেষ তরবিয়াতী ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজ্য তরবিয়াত বিভাগের দায়িত্বশীল মাওলানা এএফএম খালিদ, জেলা নাযিম সানোয়ার আলি পৈলান, প্রাক্তন জেলা নাযিম ডাঃ সিরাজুল ইসলাম, ব্লক নাযিম সাহাবুদ্দিন তরফদার ও প্রাক্তন ব্লক নাযিম আবু সিদ্দিক মোল্লা, ব্লক নাযিমা সালেমা বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-২ নম্বর ব্লকের উত্তর নহাজারী মুকামে প্রায় ৫০ জন মহিলার উপস্থিতিতে এক বিশেষ মহিলা ইজতেমা অনুষ্ঠিত হল। মুকামী আমীর জনাব রুহুল আমীন সাহেবের দারসে কুরআনের মাধ্যমে ইজতেমার কাজ শুরু হয়। হালকা নাযিমা ছাড়াও উক্ত ইজতেমায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাযিমা মুহতারামা আলোকলতা বিবি। উল্লেখ্য, হালকার মহিলা কর্মী ছাড়াও প্রায় ৩৫-৪০ জন স্থানীয় জামাআত সমর্থিত মহিলা উপস্থিত ছিলেন।