মীযান ডেস্ক: কেন্দ্র নরেন্দ্র মোদির নেতৃত্বে চলমান এনডিএ সরকারের মেয়াদ বড়জোর মাস দেড়েক। আগস্ট মাসের মধ্যেই এই সরকারের পতন হতে পারে। তাই দেশবাসীকে অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম নেতা লালু প্রসাদ যাদব। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব শুক্রবার পাটনায় নিজ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্দেশ্যে এক সভায় দেশবাসীর উদ্দেশে বলেন, দিল্লিতে মোদি সরকার খুবই দুর্বল। আগস্টের মধ্যে এই সরকারের পতন অনিবার্য। তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
তবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে বিজেপি। এর আগে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, মোদি সরকারের ভবিষ্যৎ অন্ধকার। যেকোনো সময়ে এই সরকারের পতন ঘটে যেতে পারে। যদিও দেশকে শক্তিশালী করার জন্য আমরা বিরোধীরা গঠনমূলক ভূমিকা নেব এবং সরকারকে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করব। কিন্তু ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, এটা আমাদের রাজনৈতিক সংকল্প।