‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ ক্যাম্পেইন উপলক্ষে মুর্শিদাবাদে ওরিয়েন্টেশন ক্যাম্প

মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার জামিয়াতুল হুদা-তে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি তথা আমীরে হালকা ডাঃ মসিহুর রহমান সাহেব, সেক্রেটারি হালকা মুহাঃ মশিউর রহমান সাহেব, রাজ্যের বিভাগীয় সেক্রেটারি মাওলানা তাহেরুল হক সাহেব, রাজ্য মজলিসে শূরার সদস্য তথা জেলা নাযিম মুহাঃ শামসুল আলম সাহেব, শূরার সদস্য আশরাফুল ইসলাম সাহেব, নদীয়া ও বীরভূম জেলার নাযিম মাকসেদুল সাহেব, আসগার আলি সাহেব-সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। সেই সঙ্গে জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এই কর্মশালা থেকে ১৪০ কোটি ভারতীয় নাগরিকের কল্যাণে নৈতিকতা সমৃদ্ধ স্বাধীনতা বিষয়ে জোর আওয়াজ ওঠে। নৈতিকতা ও মূল্যবোধকে পাথেয় করে দেশের সংস্কার সাধনের ওপর জোরালো তাগিদ দেন জামাআতের রাজ্য নেতৃত্ব।

 

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: