মীযান ডেস্ক: “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” – শিরোনামে আসন্ন প্রচারাভিযানকে সফল করার লক্ষ্যে মালদা জেলার সদর শহরে এক দিবসীয় কর্মশালার আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দ। এই প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি হিসেবে সংগঠনের রাজ্য সভাপতি তথা আমীরে হালকা ডাঃ মসিহুর রহমান বলেন, ‘স্বাধীনতার অর্থ কখনই স্বেচ্ছাচারিতা নয়। সকলের কল্যাণ ও উন্নতির মধ্যেই নিহিত আছে প্রকৃত স্বাধীনতা।’ জামাআতের রাজ্য সম্পাদক মুহাঃ মশিউর রহমান ক্যাম্পেইন সফল করতে কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এই কর্মশালা থেকে ১৪০ কোটি ভারতীয়র কল্যাণে নৈতিকতা সমৃদ্ধ স্বাধীনতা বিষয়ে জোর আওয়াজ তোলেন উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সংগঠনের অন্যান্য দায়িত্বশীল-সহ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা: অভিষেক দণ্ডপদ মহাশয়। এই সমাবেশে মালদা ও দুই দিনাজপুর জেলা থেকে প্রায় শতাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
