মীযান ডেস্ক: রবিবার ২৫ আগষ্ট উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাটের চাঁদপুরে দুই শতাধিক মহিলাকে নিয়ে অনুষ্ঠিত হল জামাআতের তরবিয়াতি প্রোগ্রাম। সূচনাতেই কুরআনের ওপর আলোচনা রাখেন জেলা নাযিম মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, মা-বোনেরা কোন চাপের মুখে যেন ইসলামী আন্দোলন ত্যাগ না করেন এবং ত্যাগ ও কুরবানীর নমুনা পেশ করেন।
প্রারম্ভিক ভাষণ দেন রাজারহাটের ব্লক নাযিমা মোহতারামা মাকসুদা বিবি। ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ শিরোনামে সিম্পোজিয়ামের উপর বক্তব্য রাখেন মোহতারামা রোকসানা সুলতানা, খাদিজা খাতুন, মর্জিনা খাতুন, মোহতারামা নাজমুন নাহার, নাসিমা খাতুন প্রমুখ। তারা সকলেই তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার নামে পুরুষদের পোশাক আমাদের চাপিয়ে দিয়ে নারীদের পোশাকের স্বাধীনতা হরণ করেছে। পুরুষরা সমান অধিকারের কথা বলে, কিন্তু গর্ভধারণ নারীরা কেন একা করবে – তারা এ প্রশ্ন তোলেন। বলেন, যার যেটা প্রাপ্য সেটাই তাকে যথাযথভাবে দেওয়াই হল নৈতিক স্বাধীনতা।
হাদিস থেকে আলোচনা রাখেন রহিমা বিবি ও রুকসানা সুলতানা। মাহফুজা বেগম এর হেদায়েত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।
