মীযান ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত সকল অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসআইও বড়ঞা ব্লকের উদ্যাগে আন্দি বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয় ২২ আগস্ট বৃহস্পতিবার।
এদিনের কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, এই পশবিক ঘটনায় জড়িত সমস্ত দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দেশ ও রাজ্যের সমস্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের কঠোরতম সাজা দিতে হবে, যাতে করে পরবর্তীতে এমন নৃশংস অপরাধের পুনরাবৃত্তি না হয়।

এদিনের প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসআইও-র সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সম্পাদক মতিরুল রহমান সেখ, এসআইও-র বড়ঞা ব্লক সভাপতি সুরজ সেখ, এই ছাত্র সংগঠনের সদস্য রাহি মাসুম রেজা, প্রাক্তন সদস্য মহঃ ইনজামাম উল লাইস, প্রাক্তন সদস্য সেলিম রেজা প্রমুখ। এছাড়াও স্থানীয় কিছু লোকজনও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
