আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুর্শিদাবাদের বড়ঞায় এসআইও-র প্রতিবাদ

মীযান ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত সকল অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসআইও বড়ঞা ব্লকের উদ্যাগে আন্দি বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয় ২২ আগস্ট বৃহস্পতিবার।

এদিনের কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, এই পশবিক ঘটনায় জড়িত সমস্ত দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দেশ ও রাজ্যের সমস্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের কঠোরতম সাজা দিতে হবে, যাতে করে পরবর্তীতে এমন নৃশংস অপরাধের পুনরাবৃত্তি না হয়।

এদিনের প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসআইও-র সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সম্পাদক মতিরুল রহমান সেখ, এসআইও-র বড়ঞা ব্লক সভাপতি সুরজ সেখ, এই ছাত্র সংগঠনের সদস্য রাহি মাসুম রেজা, প্রাক্তন সদস্য মহঃ ইনজামাম উল লাইস, প্রাক্তন সদস্য সেলিম রেজা প্রমুখ। এছাড়াও স্থানীয় কিছু লোকজনও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: