দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অনুষ্ঠিত হল জামাআতের ব্লক দাওয়াতী ইজতেমা

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ব্লকে অনুষ্ঠিত হল দাওয়াতী ইজতেমা। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। ইজতেমার শুরুতেই দারসুল কুরআন পেশ করেন জামাআতের বিভাগীয় রাজ্য সেক্রেটারি মাওলানা এএফএম খালিদ সাহেব। “Islam for all” অর্থাৎ ‘ইসলাম সবার জন্য’ – এ বিষয়ে মনোমুগ্ধকর উপস্থাপনা করেন বিভাগীয় রাজ্য সেক্রটারি মাওলানা তাহেরুল হক সাহেব। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও ইসলামী আন্দোলন এবং ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ বিষয়ের উপরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন প্রাক্তন আমীরে হালকা মোহা. নূরুদ্দিন সাহেব। জামাআতে ইসলামী হিন্দের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী ও বহুমুখী তৎপরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দক্ষিণ ২৪ পরগনার জেলা নাযিম সানোয়ার আলী পৈলান। এছাড়াও বক্তব্য রাখেন মগরাহাটের ব্লক নাযিম ফরিদুল হক সরদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহা. মনোয়ার হোসেন মোল্লা।

Stay Connected

Advt.

%d bloggers like this: