‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’: হাওড়া জেলার বাগনানে আঞ্চলিক কনভেনশন

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হল মাসব্যাপী ক্যাম্পেইন বা প্রচারাভিযান। ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ শিরোনামে প্রচার অভিযান চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সময়োপযোগী এই অভিনব কর্মসূচির প্রথম দিনে রবিবার ১ সেপ্টেম্বর হাওড়া জেলার বাগনান অঞ্চলের কাজিবেড়িয়াস্থিত ‘মেরিল্যান্ড ম্যারেজ হলে’ অনুষ্ঠিত হল বাগনান আঞ্চলিক কনভেনশন। এই মহতী প্রোগ্রামে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য দাওয়াহ বিভাগের অ্যাসিস্টান্ট সেক্রেটারি শেখ আলিমুদ্দিন, জেলা নাযিম নুর আহমাদ মোল্লা, জেলার সম্প্রসারণ বিভাগের সেক্রেটারি আকরাম আলী খান, আঞ্চলিক নাযিম ডাক্তার আনিসুর রহমান প্রমুখ।

পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দুই’শত কর্মী, সংর্থক ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে প্রোগ্রাম সুচারুরূপে পরিচালনা করেন শেখ সুরাজ আলি।

Stay Connected

Advt.

%d bloggers like this: