মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ মহিলা শাখার পক্ষ থেকে দেশজুড়ে সেপ্টেম্বর মাসব্যাপী “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” শিরোনামে প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাট শহরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমিরুল ইসলাম, ক্যাম্পেইন কমিটির কনভেনর নূরুন্নেসা সাহেবা, জেলার বিভাগীয় সম্পাদক রিয়াজুল ইসলাম, মোহাম্মদ নুরুল্লাহ, সলিডারিটি ইয়ুথ মুভমেন্টের জেলা সভাপতি মসিউর রহমান প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃত্ব বলেন, মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ কমাতে গেলে মানুষের স্বাধীনতায় নৈতিক ভিত্তির লাগাম পরাতে হবে। সাংবাদিক বৈঠকের সমাপনী বক্তব্যে জামাআতের জেলা সভাপতি আমিরুল ইসলাম বলেন, “নৈতিকতা ও স্বাধীনতা পারস্পরিক সম্পর্কযুক্ত। মানুষের প্রকৃত স্বাধীনতা ভোগ এবং নারী স্বাধীনতা ও সুরক্ষায় আইন-আদালত ও প্রশাসন যথার্থ ভূমিকা পালন করার সাথে সাথে সরকার, সরকারী ও বেসরকারী সংস্থার পক্ষ থেকে জনসাধারণের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করে জনসাধারণের মানসিকতার পরিবর্তন করতে হবে।
জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে দেশজুড়ে চলমান একমাসব্যাপী এই প্রচার অভিযানের মাধ্যমে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃত স্বাধীনতার পরিবেশ আমরা লাভ করতে পারি। সবশেষে রিয়াজুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠকের সমাপ্তি করেন।