মীযান ডেস্ক: ওয়াকফ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) সদস্য ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সাহেবের সঙ্গে সাক্ষাত করলেন জামাআতে ইসলামী হিন্দ এর রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান।
ওয়াকফ আইনে পরিবর্তন এনে ওয়াকফ সম্পত্তির ওপর মুসলমানদের ধর্মীয় অধিকারকে বিনষ্ট করতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার। সরকার যাতে ওয়াকফ আইন পরিবর্তন না করতে পারে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় সাংসদ তথা যৌথ সংসদীয় কমিটির সদস্য নাদিমুল হকের হাতে। সোমবার জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডা. মসিহুর রহমান এই স্মারকলিপি তুলে দেন। তার সঙ্গে ছিলেন দুই রাজ্য সেক্রেটারি শা’দাব মাসুম ও সুজাউদ্দিন আহমেদ।