মীযান ডেস্ক: কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনে পরিবর্তন করে সংবিধান প্রদত্ত সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারকে বিনষ্ট করতে চাইছে। সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি গঠন করেছে এবং এই কমিটি দেশবাসীর কাছে মতামত চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এ বিষয়ে জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার এক প্রতিনিধি দল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র সদস্য ও সাংসদ কল্যাণ ব্যানার্জীর সঙ্গে সাক্ষাত করলেন শনিবার। জামাআত এই বিলের বিরোধিতা করে একটি স্মারকলিপি ও জামাআতের সর্বভারতীয় ক্যাম্পেন ”নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি”র উপর কিছু বই-পুস্তক তাঁর হাতে তুলে দেন আমীরে হালকা তথা জামাআতে ইসলামীর রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সেক্রেটারি শা’দাব মাসুম ও মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিল্লিতে জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসায়েনি, সহ-সভাপতি অধ্যাপক ড. সেলিম ইঞ্জিনিয়ার সহ ৬ জনের এক প্রতিনিধিদল ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি-র চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সঙ্গে দীর্ঘ বেঠক করেন এবং তাঁদের আপত্তির কথা জানিয়ে আসেন। এদিকে, বিভিন্ন রাজ্যের জেপিসি মেম্বারদের সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে ঐক্যমত ও জনমত গঠনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পশ্চিমবঙ্গ জামাআতের তরফে রাজ্যের সকল জেপিসি মেম্বারদের সঙ্গে সাক্ষাৎ করছে এবং বিলের বিরোধিতা করে জামাআত তাদের স্পষ্ট মতামত ব্যক্ত করেছে। ইতিমধ্যে আরেক জেপিসি মেম্বার সাংসদ নাদিমূল হকের সঙ্গে সাক্ষাত করা হয়েছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করা হলে বিশেষ কাজে তিনি রাজ্যের বাইরে থাকবেন বলে সময় দিতে না পারায় টেলিফোনে জামাআতের রাজ্য প্রতিনিধির সঙ্গে তাঁর কথা হয়।