মীযান ডেস্ক: ”নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” ক্যাম্পেইন উপলক্ষে জামাআতে ইসলামী হিন্দ মগরাহাট ব্লকের পক্ষ থেকে উত্তর ঘোলা মোকামে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সভা। শুক্রবার ৬ সেপ্টেম্বর এই সভায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দেড় শতাধিক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় ক্যাম্পেইন উপলক্ষে বিস্তারিত আলোচনা রাখেন ব্লক নাযিমা শিফা লায়লা। ব্লক নাযিম ফরিদুল সরদার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে স্বাধীনতার নামে মানব সমাজকে ভয়ংকর বিপর্যয়ের মধ্যে নিক্ষেপ করছে। জামাআতে ইসলামী হিন্দ এই বিপর্যয় মোকাবিলায় সুস্থ সংস্কৃতির চর্চায় প্রকৃত স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক নাযিমা কেসিদা বেগম।
উল্লেখ্য, জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী দেশজুড়ে এক সময়োচিত ক্যাম্পেইন বা প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে। যার শিরোনাম ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি।’ এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় বহুমুখী প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জুমার খুতবা, পথসভা, জনসভা, পদযাত্রা, মানব বন্ধন, চা-চক্র ইত্যাদি। ক্যাম্পেইনের প্রচার হিসেবে হ্যান্ডবিল, পোস্টার, দেওয়াল লিখন, ব্যানার, প্ল্যাকার্ড, ট্যাবলো পরিক্রমা ইত্যাদি নানান পথ ও পন্থা অবলম্বন করা হচ্ছে।