জলঙ্গিতে “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” ক্যাম্পেইনকে সামনে রেখে মহিলা সমাবেশ

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ দেশব্যাপী “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” (Morality is Freedom) শিরোনামে প্রচার অভিযান পরিচালনা করছে। ১ থেকে ৩০ সেপ্টেম্বর এই ক্যাম্পেইন উপলক্ষে জলঙ্গি ব্লকের মহিলা শাখার পক্ষ থেকে রবিবার ৮ সেপ্টেম্বর গৌরীপুর মাদ্রাসায় “মহিলা সমাবেশ” অনুষ্ঠিত হয়। প্রাক্তন জেলা নাযিমা আঞ্জুরা বিবির সংক্ষিপ্ত দারসে কুরআনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী জেলা নাযিমা শাহনাজ বেগম বাবলি, ডোমকলের ব্লক নাযিমা সাহার বানু, জলঙ্গির ব্লক নাযিমা নাজিরা খাতুন, রানিনগর-২ ব্লক নাযিমা নৌসেরা খাতুন, রওশননগর হাই মাদ্রাসার শিক্ষিকা নাহিনা পারভীন প্রমুখ। পরিশেষে জলঙ্গির ব্লক নাযিম ডা: ওয়াজেদ আলীর হেদায়েত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। উক্ত সমাবেশে প্রায় ২৫০ জন মহিলা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী দেশজুড়ে এক সময়োচিত ক্যাম্পেইন বা প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে। যার শিরোনাম ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি।’ এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় বহুমুখী প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জুমার খুতবা, পথসভা, জনসভা, পদযাত্রা, মানব বন্ধন, চা-চক্র ইত্যাদি। ক্যাম্পেইনের প্রচার হিসেবে হ্যান্ডবিল, পোস্টার, দেওয়াল লিখন, ব্যানার, প্ল্যাকার্ড, ট্যাবলো পরিক্রমা ইত্যাদি নানান পথ ও পন্থা অবলম্বন করা হচ্ছে।

 

Stay Connected

Advt.

%d bloggers like this: