মীযান ডেস্ক: ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ শিরোনামে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী দেশজুড়ে যে ক্যাম্পেইন বা প্রচারাভিযান চলছে, তারই অংশ হিসেবে শুক্রবার ২৭ সেপ্টেম্বর কোচবিহার জেলার নয়ারহাট অঞ্চলের নান্দিনা মসজিদে অনুষ্ঠিত হল কর্মী সমাবেশ। নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও অঞ্চলের অধিকাংশ কর্মীই উপস্থিত ছিলেন। এই মহতী প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আমীরে হালকা তথা কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা আব্দুর রফিক, কোচবিহার জেলার নাযিম রফিউদ্দিন আহমেদ, সহকারী নাযিম ইমরান হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্যদ্বয় আফতাব উদ্দিন ও সাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট অঞ্চলের নাযিম আবু রাইহান প্রমুখ।
এদিনের কর্মী সমাবেশে জামাআতের মারকাযী মেহমান মাওলানা আব্দুর রফিক কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রচারিত ক্যাম্পেইনের কর্মসূচি এই ক্যাম্পেইনেই শেষ নয়, এর মাধ্যমে একযোগে সবাই ময়দানে নামার একটা সুবর্ণ সুযোগ। নিরবচ্ছিন্নভাবে নৈতিকতা জাগ্রত করার লক্ষ্যে আমাদের তৎপরতা চালিয়ে যেতে হবে। অনৈতিকতাকে উৎখাত করতে হলে নৈতিকতার চর্চা বা অনুশীলন খুবই প্রয়োজন। ‘খাইরা উম্মাহ’ হিসেবে এটা আমাদের দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের উৎকৃষ্ট সময়টা ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করার প্রচেষ্টা করতে হবে।
জেলা নাযিম রফিউদ্দিন আহমেদ বলেন, অপসংস্কৃতিতে ভরা সমাজকে কলুষমুক্ত করতে প্রত্যেক কর্মীকে মডেল হতে হবে, নৈতিকতার প্রতীক হতে হবে। জুম্মার নামাযে খুতবায় মাওলানা আব্দুর রফিক সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে অনৈতিকতা ও বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।