মীযান ডেস্ক: লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক দল হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। রাজধানী বৈরুত–সহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরাইল। হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড অফিসে হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে সত্যিই হাসান নাসরুল্লাহর ইন্তেকাল হয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, হিজবুল্লাহ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কোনো বিবৃতি দেয়নি। তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, সুপ্রিম কমান্ডার নাসরুল্লাহ-র নাগাল পায়নি ইসরাইল। অর্থাৎ তাদের দাবি, নাসরুল্লাহ জীবিত আছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবারই রাষ্ট্রসংঘের বার্ষিক অধিবেশনে অংশ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে তার দেশ। তার এই বক্তব্যের পরই এদিন রাতভর লেবাননে বিমান হামলা চালানো হয়।