মীযান ডেস্ক: বর্ধমান সদর শহরের জেলা উদয়চাঁদ গ্রন্থাগারে অনুষ্ঠিত হল জামাআতের সুধী সমাবেশ। ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ প্রচার অভিযান উপলক্ষে গত রবিবার ২৯ সেপ্টেম্বর সমাবেশের আয়োজন করে বর্ধমান সদর শহর সাংগঠনিক হালকা। শ’খানেক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি মারকায থেকে প্রকাশিত ‘আউরা’ ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহফুজা তারান্নুম।
“পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ স্বাধীনতার মহত্বকে বিপর্যস্ত করেছে” এ বিষয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য পেশ করেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায়, মাওলানা মেহেবুব হোসেন মণ্ডল, মনোয়ারা বেগম, ফরিদা বেগম, আজিজুল হক মির্দা প্রমুখ। সঞ্চালনা করেন প্রাক্তন জেলা সভাপতি রবিউল ইসলাম।