মীযান ডেস্ক: ‘অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে রাজ্যব্যাপী একযোগে আয়োজিত হল ‘আইডিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম’। রবিবার ৬ অক্টোবর সারা রাজ্যে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫ হাজার পড়ুয়া এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের সৃজনশীল চিন্তা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরির লক্ষ্য নিয়ে ওএমআর সিটের মাধ্যমে এই পরীক্ষা হয়।
এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের মেধাকে স্বীকৃতি দেওয়া। প্রতিটি সেন্টার, জেলা এবং রাজ্য স্তরে প্রত্যেক বিষয়ে প্রথম তিনজন টপারকে পুরস্কার, সংবর্ধনা এবং শংসাপত্র প্রদান করা হবে। এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে, যা ভবিষ্যতে তাদের দক্ষতার উন্নয়নে সহায়ক হবে।
মুর্শিদাবাদ জেলায় প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা থেকে ৭২৭ জন ছাত্র-ছাত্রী ছিল। এ প্রসঙ্গে আইটা-র রাজ্য সহ-সভাপতি ও নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধাকে উৎসাহিত করতে সহায়ক হয়। শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই নয়, ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করা এবং তাদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এই মেধা অন্বেষণ পরীক্ষায় ফলাফল প্রকাশিত হবে ৩০ নভেম্বর।