গড়বেতায় জামাআতের সম্প্রীতি স্টল

মীযান ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে এবারও ‘সম্প্রীতি স্টল’ এর আয়োজন করা হয়েছে। জামাআতে ইসলামী হিন্দ নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সুস্থ সমাজ তথা উন্নত দেশ গড়তে বিভিন্ন ধর্মলম্বী মানুষের মধ্যে সেতুবন্ধনের লক্ষে নানাবিধ কর্মসূচি নিয়ে থাকে। সম্প্রতি স্টল এর মূল উদ্দেশ্যও তাই। কারণষ সময়ের দাবি হল, একে অপরকে জানা ও বোঝা। তবেই সম্প্রীতি ও সংহতির পরিবেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যেই বিগত সাত-আট বছর ধরে সম্প্রীতির বার্তা প্রদানের লক্ষ্যে এই স্টলের আয়োজন করে আসছে জামাআতে ইসলামী হিন্দ – একথা জানান জামাআতের ঝাড়গ্রাম জেলার অর্গানাইজার মুখলেসুর পাঠান।

এখানকার সম্প্রীতি স্টলে উপস্থিত ছিলেন খড়কুশমা হালকার নাযিম মানোয়ার খান, গড়বেতা হালকার নাযিম হাসান মহম্মদ ও স্থানীয় জামাআত কর্মীরা। এই সম্প্রীতি স্টল থেকে পথচলতি দর্শনার্থীদের বিনামূল্যে জল ও ঔষধ প্রদান করে উদ্যোক্তারা। সেই সঙ্গে সম্প্রীতির বার্তাবাহী ইসলামী বই-পুস্তিকা, হ্যান্ডবিল, ফোল্ডার ইত্যাদিও তুলে দেওয়া হয় অমুসলিম ভাইবোনেদের হাতে।

Stay Connected

Advt.

%d bloggers like this: